ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ২৬মার্চ সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী অনুসরণ করার আহবান জানান। তিনি বলেন, আমরা যখন বক্তব্য দেই, আমরা সচেষ্ট হই নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক প্রমান করতে। কিন্তু যখন প্রশ্ন আসে বঙ্গবন্ধু যে আদর্শ ও বৈশিষ্ট বুকে ধারণ করেছেন, আমরা কতজন সেই আদর্শ ও বৈশিষ্ট্য লালন করছি, তাহলে দেখা যাবে অনেক নেতাকেই খুঁজে পাওয়া যাবেনা। তাই রাষ্ট্রদূত সকলকে বঙ্গবন্ধুর জীবনী অনুসরণ করার আহবান করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে স্বাধীনতা যোদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা -বোন যারা সম্ভ্রম হারিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শুনান দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ও তানিয়া আক্তার।
এরপর মহান স্বাধীনতা দিবসের উপর বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা মোশারফ হোসেন রব্বানী, মশিউর রহমান টিটু, আব্দুল করিম সহ অনেকে। একই দিন সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার, এরপর শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়া হয়। সে সময় দূতাবাসের সকল কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ নৌবাহীনির সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।