ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার লেবাননের রিক্রুটিং এজেন্সিগুলোর সিন্ডিকেটের প্রেসিডেন্ট ও সদস্যদের সাথে বৈঠক করেছেন লেবাননে বাংলাদেশে সরকারের নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লেবাননে নিরাপদ, আঞ্চলিক ও বাংলাদেশি শ্রমিকদের নিয়মিত মাইগ্রেশন নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রদূত তাদের সাথে দীর্ঘ আলোচনা করেন। আলোচনায় তারা পূর্ণ সহযোগিতা করবেন বলে মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারকে আশ্বস্ত করেন।
এছাড়া গত ২৯ জানুয়ারি ২০১৯ লেবাননের পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান এইচ.ই. ইয়াসিন জবর এর সাথেও বৈঠক করেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার । সে সময় দু’দেশের পারস্পরিক স্বার্থবিষয় নিয়ে আলোচনা হয়। এবং দুই সংসদীয় মধ্যে একটি ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশের সাথে লেবাননের ব্যবসা, বিনিয়োগ বৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং এ সম্পর্ক আরো জোরদার করতে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও রাষ্ট্রদূতের প্রচেষ্টায় লেবানন থেকে লেবানিজ ব্যবসায়ী প্রতিনিধি দল কয়েক দফা বাংলাদেশে ভিজিট করে গেছেন।