ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন থেকে: লেবাননে বৈরুত বিস্ফোরণের চিত্র ধারণ করতে গিয়ে বাংলাদেশি নারীকর্মী রিনা আক্তার সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ১৭ আগস্ট ২০২০, সোমবার বিস্ফোরণ স্থানে মহাসড়ক পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বৈরুত বিস্ফোরণ স্থানের চিত্র ধারণ করতে যান রিনা আক্তার। ঘটনাস্থলের পাশে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। লেবানন রেডক্রস রিনা আক্তারকে উদ্ধার করে পাশে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রিনা আক্তারের স্বামী মোহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রায় আড়াই বছর আগে রিনা আক্তারকে তিনি লেবানন নিয়ে আসেন। লেবাননের বিভিন্ন সমস্যার কারণে বৈধতা হারায় রিনা আক্তার।
রিনা আক্তার চট্টগ্রামের নারায়ানহাট উপজেলার হাপানিয়া গ্রামের সামছু গনির মেয়ে। তার মায়ের নাম তাফুরা খাতুন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। রিনা আক্তারের মরদেহ দেশে পাঠাতে তার স্বামী মোহাম্মদ আলমগীর হোসেন লেবাননের বাংলাদেশ দূতাবাসের নিকট আকুল আবেদন জানিয়েছেন।