ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: নিষ্পাপ শিশু! দুনিয়াতে জন্ম কি তার অপরাধ? জন্মের পর আজও নামহীন আর জাতীয়তা নিয়ে হয়ত সমস্যা হতে পারে কিন্ত বাংলাদেশি কোন না কোন প্রবাসীর বাচ্চা। কি হবে এ বাচ্চার ভবিষ্যৎ?
গত ২৮ মে ২০১৭ সালে লেবাননের রাজধানী বৈরুতে রফিক হারিরি হাসপাতালে মাতা আছিয়া ও পিতা মোঃ ইদালি মন্ডলের এক পুত্র সন্তান জন্ম হয়। বৈরুত বাংলাদেশ দূতাবাসের মানবিক আবেদন ও হাসপাতাল সূত্রে জানা যায়- বাচ্চাটি জন্মের পরপরই মা আছিয়া বাচ্চাকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বর্তমানে বাচ্চাটি লেবাননে একটি চার্চের তত্ত্বাবধানে রয়েছে বলে জানায় দূতাবাস।
মানবিকতায় বাংলাদেশ দূতাবাস লেবাননে অবস্থানকারী সকল প্রবাসীদের কাছে বাচ্চাটির মা- বাবার কোন তথ্য বা পরিচয় জানা থাকলে দূতাবাসকে জানানোর অনুরোধ জানিয়েছে বৈরুত দূতাবাস। দূতাবাসের সাথে যোগাযোগ নাম্বারঃ- ০০৯৬১৭০৬৩৫২৭৮ অথবা ০০৯৬১৮১৭৪৪২০৭.(0096170635278 / 0096181744207)।