ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: লেবাননে বাংলাদেশ দূতাবাসের হল রুমে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা করেছে লেবাননে সফররত বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। ১০ আগস্ট ২০১৮ শুক্রবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের নিযুক্ত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার এর পরিচালনায় এতে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিনিধি দলের প্রধান ডক্টর নমিতা হালদার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবাননের সাথে বাংলাদেশের জনশক্তির চুক্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করে এর সমাধান করার লক্ষেই তিনি লেবানন এসেছেন। তিনি আরো বলেন, নির্দিষ্ট সময় বলা সম্ভব নয় বিষয়টি দুটি দেশে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে যত দূত সম্ভব সমাধান করা হবে। সে সময় তিনি আরো বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যান মন্ত্রণালয় লেবাননের প্রতি একটু কম নজর দিয়েছে, অনেক পরে এসে বুঝতে পারলেন যে লেবাননের সাথে বাংলাদেশের জনশক্তির চুক্তি নেই বলেই এমনটি হচ্ছে। সে সময় লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সহ দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ড. নমিতা হালদার সাংবাদিকদের ব্রিফিংকালে ৯ আগস্ট বৃহস্পতিবার লেবাননের শ্রমমন্ত্রনালয়ের সচিব পর্যায়ের বৈঠক নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আকামাবিহীন প্রবাসীদের বৈধ হবার সুযোগে বিষয়ে লেবানন ভাবছে, তবে শুধুমাত্র বাংলাদেশের জন্য এই সুযোগ দিবেনা তা, বৈধ হবার সুযোগ সকল দেশের প্রবাসীদের জন্যই দিতে হবে, তবে সময় লাগবে। তিনি জানান, লেবানন দক্ষ শ্রমিক চান, দক্ষ শ্রমিক পেতে প্রয়োজনে তারা বাংলাদেশে আসতে চান বলে জানান ড. নমিতা হালদার। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার সহ প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দরা। সভা শেষ ঐদিন রাত ২:০০ ঘটিকায় লেবানন ত্যাগ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য ৮ অাগস্ট স্থানীয় সময় সকাল ১১:০০ ঘটিকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ৩ দিনের সফরে লেবাননে আসেন। এবং বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নমিতা হালদার লেবানন শ্রম মন্ত্রণালয়ের সচিব জর্জ আইদার এর সাথে এক আনুষ্ঠানিক বৈঠক করেন।