ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: কিছু কিছু সময় আছে নিজেকে খুব বেশী একা মনে হয় তখন গান শুনলে মানুষের একাকিত্ব অনুভূতি অনেক টা সঙ্গী বদ্ধ মনে হয় । আবার মানুষের মধ্যে যখন অনেক সুখের অনুভুতি থাকে তখনও গান শুনে। কারণ গানের মধ্যে সুখ-দুঃখ,আনন্দ-ব্যদনা এমনকি প্রেম -ভালবাসা সবকিছু মিশে আছে।গান মানুষের মনের খোরাক। গান মানুষের ঘুমন্ত অনুভূতিকে জাগিয়ে তোলে। মুহূর্তের জন্যে হলেও সব মানুষ গানের ভুবনে হারিয়ে যায়।
ঠিক এমনিভাবেই বাংলাদেশি শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় মুহূর্তের মধ্যেই হারিয়ে গিয়েছিল লেবানিজসহ এশিয়ার বিভিন্ন দেশের আপামর জনগণ। লেবাননে ভিরনা স্কুল অফ মিউজিক এর উদ্যোগে আন্তর্জাতিক মিউজিক এন্ড ড্যান্স এশিয়া ফেস্টিভ্যাল ডে অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লেবাননের অন্যতম শহর বিবলসের আমসিত এলাকায় এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। উক্ত ফেস্টিভ্যালে এশিয়া থেকে বাংলাদেশ, চীন, ভারত ও শ্রীলংকা এবং আয়োজক দেশ হিসেবে লেবাননসহ মোট পাঁচটি দেশ এতে অংশগ্রহণ করেন। পাঁচটি দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেশগুলো তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। এর আগে লেবানিজ শিল্পীদের অংশগ্রহনে লেবাননের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। পরে বাংলাদেশি শিল্পীদের গানের সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠানস্থল।
এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয় লেবানিজরা গানের সুরে নেচে উঠেন। উক্ত ফেস্টিভ্যালে অংশ গ্রহণের লক্ষ্যে গত দুই মাস ধরে দূতাবাস কতৃক বাছাই করা স্থানীয় শিল্পীদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রায় ৮০০-১০০০ দর্শক ভিরনা মিউজিক স্কুল আয়োজিত এ ফেস্টিভ্যাল উপভোগ করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি
উপস্থিত ছিলেন।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ লেবাননে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। এ উপলক্ষে মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বাংলাদেশি শিল্পীসহ সেখানে উপস্থিত থেকে তাঁদেরকে উৎসাহ প্রদান করার জন্য সকল দর্শক, কমিউনিটি নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী ও শুভানুধ্যায়ীদের দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।