ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: আজ ২৪ মে, ২০২০ রোববার, লেবাননে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মুসলিম উম্মার সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে আনন্দের ঘনমিছিল নিয়ে হাজির হয় ঈদুল ফিতর। তবে এবারের চিত্র ভিন্ন ও বিষন্নতায় ভরা ছিলো প্রবাসী বাংলাদেশি দের মাঝে। কোভিট-১৯ করোনা ভাইরাসের ফলে লকডাউন করে রাখা দেশটিতে নেই কোনো ঈদের আমেজ।
বিগত বছরগুলোতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হত দেশটির রাজধানীর বৈরুত মসজিদ আমিনে। বিভিন্ন কুটনৈতিক রাজনৈতিক দলের প্রধান আর বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের সমাগম হত সেখানে। এবার লকডাইনের কারণে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত আদায় করতে হয়েছে মুসুল্লীদের।এছাড়া প্রতি বছরই প্রবাসী বাংলাদেশিরা লেবাননের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঈদের জামাতের আয়োজন করতো। প্রতিটি জামাতেই সমাগম হতো হাজারো প্রবাসী বাংলাদেশির। দেখে মনে হতো প্রবাসের মাটিতে যেনো এক টুকরো বাংলাদেশ।
একে অন্যেরে সাথে কুশল বিনিময়ে মধ্য দিয়ে ভাগাভাগি করে নিতো তাদের নিজেই দুঃখ কষ্ট। প্রতি বছরের ন্যায় এবার ঈদ উদযাপন করলেও প্রবাসীদের মনে নেই কোনো ঈদের আমেজ। একদিকে পরিবার পরিজন বিহীন ঈদ অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণের ফলে লকডাউন। যার ফলে বিভিন্ন বিধিনিষেধ থাকায় কোনো প্রকার আলাদা ঈদ জামাত করতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা।