ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি:– লেবাননের বৈরুতে শ্রমিক দিবস উপলক্ষে লেবাননের শ্রমিক সংগঠন ফেনাসল এর উদ্যোগে বিশাল র্যালির আয়োজন করা হয়। এতে লেবানিজদের পাশাপাশি অংশগ্রহণ করেন বাংলাদেশি, শ্রীলঙ্কা, ফিলিপিন, আফ্রিকান সহ অনেক দেশের প্রবাসীরা।
র্যালিটি বৈরুতে আলকোলা থেকে শুরু হয়ে বৈরুতের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাউন টাউনে গিয়ে শেষ হয়। বাংলাংদেশি প্রবাসীদের দাবি, লেবাননে অনেক বাংলাদেশী শ্রমিক এখনো সুবিধাবঞ্চিত। সঠিক স্কেলে বেতন তো পাচ্ছেই না, কাজের সঠিক সময় নির্ধারণ নেই, অনেকে সাপ্তাহিক ছুটি পাচ্ছে না। এমনকি বিশ্ব শ্রমিক দিবসেও হাজার হাজার প্রবাসী রয়েছে ছুটি বঞ্চিত।
বাংলাদেশি প্রবাসীরা আরো বলেন, কাগজ- কলমে বেতন লেখা থাকলেও দালালদের কারণে সেই নির্ধারিত বেতন মুজুরী পাচ্ছেনা শ্রমিকরা। আবার দামানের অযুহাতে লেবানন সরকার অতিরিক্ত পয়সা আদায় করছে শ্রমিকদের কাছ থেকে। লেবানিজরা এ দামানে হাসপাতাল ও চিকিৎসা সুবিধা সহ আরো অনেক ধরণের সুবিধা পেলেও প্রবাসীদের কাছ থেকে দামান নেয়া হয়, কিন্তু কোন সুবিধা দেয়া হয়না। তারা আরো বলেন, গৃহকর্মীদের সাথে লেবানিজরা করছে অন্যায়। একজন গৃহকর্মী দিয়ে ১২ ঘন্টাও বেশী সময় ধরে কাজ করায়। কিন্তু বেতন ভাতা তারা দিতে চায়না।
এছাড়াও আরো অনেক দাবি দাওয়া নিয়ে রাস্তায় তারা নেমেছেন। বাংলাদেশিরা নিজেদের দেশ ছেড়ে, আত্বীয় -স্বজন ছেড়ে কেউ বাসাবাড়িতে, কেউ হোটেলে, বিভিন্ন কল কারখানায় কাজ করছে। তাদের ন্যায্য দাবি আদায়ে জন্য এবং সকল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আজকের এই আয়োজন বলে জানান অনেকে।