ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি:১৯ মে ২০১৯ রবিবারলেবাননের রাজধানী বৈরুতে আয়েশা বক্কর জামেয়া আল ফারুকীয়া মসজিদ হল রুমে প্রবাসী বাংলাদেশীদের প্রাণপ্রিয় ইসলামি সংগঠন দাওয়াতুল ইসলাম মাদ্রাসা বৈরুত এর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দাওয়াতুল ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জবরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দারুস সালাম ইউনুসিয়া মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা মোঃ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আগৈলঝরা মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা উবায়দুল্লাহ, ঢাকা রশিদবাগ মোহাম্মদীয়া মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম, লেবানন দাওয়াতুল ইসলাম মাদ্রাসা প্রধান উপদেষ্টা মাওলানা ইউসুফ।
বক্তারা পবিত্র রমজান মাসের ফজিলতের উপর আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ মুসলমান কোরআন সুন্নাহ আর্দশ ছেড়ে দিয়ে বিজাতীয় আর্দশ গ্রহণ করায় আমরা আজ বিপদগ্রস্ত হয়ে পড়ছি। সকলেরই উচিৎ রাসূল পাক (সাঃ) এর জীবনার্দশ বাস্তবায়নের মাধ্যমে নিজেকে খাঁটি মুসলমান গড়ে তোলা।
বিশেষ অতিথি মাওলানা মো: জাহিদুল ইসলাম বলেন, মুসলমানদের এই পবিত্র রমজান থেকে শিক্ষা গ্রহণ করা উচিৎ। এই রমজানে বদর যুদ্ধ হয়েছিল সেটা ছিলো ইসলামের সর্ব প্রথম যুদ্ধ। সেদিন যেভাবে মুসলিম ঐক্যবদ্ধ হয়ে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ে ছিলেন, ঠিক ওইদিনের মত বর্তমানে সকল মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বর্তমানে মানুষরুপি কাফেরদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে।
সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং কোনো মুসলমান জঙ্গি ও সন্ত্রাস হতে পারে না। জঙ্গিদের কোনো ধর্ম নেই কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য সকল কুফরী শক্তি আজ ঐক্যবদ্ধ। কিন্তু মুসলমানরা আজ নিজেদের মধ্যে মতবিরোধেে জড়িয়ে বিধর্মীদের সুযোগ করে দিচ্ছে। তাই সকলকেই মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মো:বাচ্চু মিয়া, আল মুশাহিদ ইসলামি সংগঠনের সভাপতি আলমগীর চৌকদার, লেবানন কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মজুমদার, লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুল করিম, লেবানন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আশফাক তালুকদার , মো: শাহীন মামুন, মো: ফারুক হোসেন, মো: জাকির হোসেন, শেখ সাইফুদ্দীন আনোয়ার, মো: মজিবুল হক মজিব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
শেষে দাওয়াতুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম সকল প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।