ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০১৮ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বৈরুত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে ১৫ আগস্ট ২০১৮ রোজ বুধবার সকাল ০৯:০০টায় প্রথম পর্বে দূতাবাস বিল্ডিং ছাদে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ হবে। দ্বিতীয় পর্বে সন্ধ্যা ০৬:০০ টায় দূতাবাস হল রুমে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণীপাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৈরুত বাংলাদেশ দূতাবাস লেবানন প্রবাসী সকল বাংলাদেশি নাগরিকদেরকে উক্ত কর্মসূচীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।