ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার রাত ৯টায় জহিরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কোরবাণপুর গ্রামের মোহাম্মদ সাহাব উদ্দিনের ছেলে।
জানা যায়, ১ ফেব্রুয়ারি প্রত্যেক দিনের ন্যায় কাজে যোগ দিয়ে ডিউটি চালিয়ে যাচ্ছিলেন জহির। হঠাৎ কর্মরত অবস্থায় লুটে পড়লে সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা- নীরিক্ষার পর ডাক্তার জানায় জহির ব্রেইন স্ট্রোকে আক্রান্ত।
তার অবস্থার অবনতি দেখে ICU তে রেখে তাকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়।হাসপাতালে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে।
দু’সন্তানের জনক জহির ইসলাম স্ত্রীকে নিয়ে লেবাননের রাজধানী বৈরুতেই জীবন জীবিকা চালিয়ে যাচ্ছিলেন।
তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বৈরুত বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছে তার স্ত্রী নুর জাহান বেগম যেন স্বামীর মরদেহ অল্প সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।