ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: জীবন জীবিকায় বাংলাদেশিরা দেশ থেকে দেশান্তরে পাড়ি জমায়। এক থেকে ২০/৩০ বছরও কারো কারো এ প্রবাস জীবন। এ প্রবাস জীবন কেহ একা আবার কেউবা নিজেদের পরিবার নিয়ে কর্মময় জীবন কাটাচ্ছে।
কেউ দেশে বিবাহিত আবার কেউবা প্রবাসে একে অপরের সাথে পরিচিত হয়ে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করেন। এর মধ্যে অনেকের দাম্পত্য জীবনে ফুলের ন্যায় ফুটে আসে তাদের সন্তান। সেই প্রবাসী সন্তানকে নিজ দেশে নেয়ার ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র হয়তো কারো অজানাও থাকতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা স্বরূপ লেবানন বাংলাদেশ দূতাবাস লেবাননে জন্মগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের সন্তান দেশে নেয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা প্রকাশ করেছে।
নিচে ডুকেমেন্টের তালিকা দেয়া হল-
এক. সন্তান লেবাননে যে হাসপাতালে জন্মগ্রহন করেছে সেই হাসপাতাল কর্তৃক প্রদত্ত জন্ম সনদ (আরবী বা ইংরেজি অনুবাদ / তরজমাসহ হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে)।
দুই. মুক্তার (এরিয়ার চেয়ারম্যান) এর সার্টিফিকেট (আরবী এবং ইংরেজিতে এবং লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিল ও স্বাক্ষরসহ)।
তিন. সন্তানের বাবা এবং মায়ের পাসপোর্টের ফটোকপি।
চার. বিবাহের কাবিননামা (বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে) অথবা স্বামী -স্ত্রী উভয়ের পাসপোর্ট যেখানে স্বামীর পাসপোর্ট এ স্ত্রীর নাম এবং স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম থাকবে)।
পাঁচ. বাচ্চা মায়ের সাথে গেলে বাবার এবং বাবার সাথে গেলে মায়ের অনুমতিপত্র ইংরেজি ও আরবিতে থাকলে ইংরেজিতে অনুবাদসহ নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত এবং বাবা বা মায়ের স্বাক্ষরসহ জমা দিতে হবে।
উপরোক্ত কাগজপত্র ও বিষয়গুলো জানা থাকলে লেবানন প্রবাসী বাংলাদেশিরা তাদের সন্তান দেশে নেয়ার ব্যাপারে আর কোন প্রকার ঝামেলা হবেনা বলে দূতাবাস কর্তৃক জানানো হয়েছে।