ওয়াসিম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার এর হাতে প্রবাস মেলা। পত্রিকার লেবানন প্রতিনিধি সাংবাদিক ওয়াসিম আকরাম সম্প্রতি দূতাবাসে রাষ্ট্রদূতের কার্যালয়ে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
রাষ্ট্রদূত প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করে বলেন, প্রবাসীদের নিয়ে একটি ম্যাগাজিন পত্রিকা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের হাতে পৌছে যাচ্ছে যা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি পত্রিকার সাফল্য কামনা করেন এবং পত্রিকার সকল কলাকুশীলদের ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে বৈরুত দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন এর হাতেও পত্রিকার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।