ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত বারবির শাখা কমিটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২১ এপ্রিল রবিবার বিকেলে লেবাননের বৈরুতে রমেল বায়দা এলাকা মাতাম চিনি এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
নবনির্বাচিত বারবির শাখা কমিটির সভাপতি শেখ করিমের সভাপতিত্বে ও লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ইসলামের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল মুন্সি। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি সুফিয়া আক্তার বেবী, সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, সহ সভাপতি মোহাম্মদ আলী, জামাল হোসেন রুহুল আমীন, তাইজুল ইসলাম, উপদেষ্টা জাকির হোসেন সহ অনেকে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মহসিন মৃধ্যা, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত বারবির শাখা কমিটির প্রধান উপদেষ্টা মতিউর রহমান, সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল, প্রচার সম্পাদক আইনুল হক, মহিলা সম্পাদিকা সাথী আক্তার, সুলতানা আক্তার, শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ছাবড়া শাখার সভাপতি খুরশেদ আলম, আল বুরুজ শাখা কমিটির সাধারণ সম্পাদক লিটন আহমেদ সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বারবির শাখা কমিটির ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটির অনুমোদন করেন লেবানন কেন্দ্রীয় কমিটি।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটিকে সর্বাত্তক সহযোগীতা করার অঙ্গীকার করেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের লেবানন আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকল অপশক্তিকে রুখে দিয়ে ঔক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, লেবানন আওয়ামী লীগের মূল উদ্দেশ্য লেবাননে আওয়ামী লীগকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। তাই সকলকে এক ছাতার তলে এসে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়মূলক কাজের প্রশংসা করে নেতৃবৃন্দ বলেন, দেশে উন্নয়নের পাশা পাশি প্রবাসীদের নিয়েও সরকার যেভাবে কাজ করেছে, বিগত দিনে কোন সরকার তা করেনি। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের উন্নয়নের কথা ভাবে। এসময় নতুন কমিটির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বারবির শাখার আওয়ামী মনা প্রবাসীবৃন্দ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ শতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।