ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননের কর্মহীন প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। ১১ এপ্রিল, ২০২০ শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার অন্তত আড়াইশ প্রবাসীদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
করোনা ভাইরাস মোকাবেলায় গত ১৬ মার্চ থেকে লেবাননে লকডাউনে কর্মহীন হয়ে পড়ে হাজারো প্রবাসী বাংলাদেশি। একদিকে লেবাননের অর্থনীতি ধ্বসের কারণে ডলার সংকট এবং করোনা ভাইরাসের কারণে বন্দিদশায় কর্মহীন প্রবাসীদের টাকার অভাবে রয়েছে খাদ্য সংকট। এসকল প্রবাসীদের সাহায্যার্থে কর্মসূচী ঘোষণা করেন বাংলাদেশ সরকার। যার অংশ হিসেবে এই প্রথম লেবাননে দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকার প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
লেবাননের বিভাগীয় শহর সাঈদা, সুর, নাবাতিয়েসহ আশেপাশের প্রায় আড়াই শত প্রবাসীদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। বাংলাদেশ দূতাবাসের চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্স আবদুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি প্রবাসীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্যের মধ্যে ছিল ৫কেজি চাল, ডাল ১ কেজি, আলু ২কেজি ও ১লিটার তেল।
ত্রান সামগ্রী হাতে পেয়ে অসহায় প্রবাসীরা আনন্দিত হন। এজন্য তারা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।