প্রবাস মেলা ডেস্ক: লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দু’দলের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৬ জনের। রোববারের (৩০ জুলাই) ওই সহিংসতায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ ফিলিস্তিনি। খবর এপির।
ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ‘ফাতাহ্’ জানিয়েছে, হতাহতরা সবাই তাদের সদস্য। যার মধ্যে রয়েছেন কমান্ডার আশরাফ আল আরমোশি এবং তার কমরেডরা।
রোববার আইন-আল-হিলওয়াহ ক্যাম্পে ওই দলটিকে লক্ষ্য করে একদল আততায়ী গুলি ছোঁড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। এছাড়া, দু’পক্ষের সহিংসতায় আহত হন শরণার্থী শিবিরের পথচারীরা। যে তালিকায় রয়েছে দুই শিশু। কারা এ অপরাধ ঘটিয়েছে সেটি খতিয়ে দেখছে লেবানন কর্তৃপক্ষ। জাতিসংঘের তথ্য অনুসারে, ১৯৪৮ সালে নির্মিত এ ক্যাম্পে থাকেন ৬৩ হাজার নিবন্ধিত ফিলিস্তিনি। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনে গৃহহীন ৪ লাখ ৮০ হাজারের মতো ফিলিস্তিনির আশ্রয়স্থল লেবানন।