ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি:
লেবানন প্রবাসী প্রবীণ রেমিট্যান্স যোদ্ধা, ফিলিস্তিনির হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি যোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন ভূইয়া ৫ জুন, ২০২০ শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার জগৎপুর গ্রামের ভূইয়া বাড়ির আবদুল রাজ্জাক ভূইয়া সন্তান। তিনি লেবাননে বৈরুতে জীবন জীবিকায় দীর্ঘ প্রায় ত্রিশ বছরের অধিক কর্মরত ছিলেন। হুমায়ুন ভূইয়া লেবাননে প্রবীণ একজন প্রবাসীই শুধু ছিলেন না। সরল মনের এই মানুষটি প্রবাসীদের নয়ন মনি ছিলেন। বাংলাদেশ কমিউনিটিতে তিনি ছিলেন একজন সুপরিচিত ব্যক্তি। লেবানন প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।তিনি সামাজিক ও রাজনৈতিক নিজ কাজে খুবই ভদ্র এবং নম্র ছিলেন।
তিনি লেবানন অবস্থানকালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকবার অপারেশন করে চিকিৎসা নিয়েছেন এবং কিছুটা সুস্থবোধ করার পর নিজ মাতৃভূমি বাংলাদেশে ফেরত জান। দেশে যেয়েও ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা চলাকালীন হুমায়ুন ভাই ব্রেইন স্ট্রোক’কে আক্রান্ত হন। তিনি চিকিৎসারত অবস্থায় দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে একা করে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিলেন। তার দেশে যাওয়া এবং চিরবিদায় লেবানন বিএনপি সারাজীবন অভাববোধ করবে। হুমায়ুন ভাইয়ের কমস্থলে উনার ছেলেই কর্মরত রয়েছে।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিম বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ও লেবানন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক সহ সাধারণ সম্পাদক ওয়াসীম আকরাম পৃথক পৃথক শোক বার্তায় বলেন, লেবানন বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে হুমায়ুন ভূইয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে এসেছিলেন। তার এমন চিরবিদায় লেবানন বিএনপি গাড়িয়ান হারা হয়ে পড়লো। এছাড়া মরহুম হুমায়ূন ভাইয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক এবং উনার পরিবার যেন এই শোক সহিবার তৌফিক দেন, আমিন।