প্রবাস মেলা ডেস্ক: পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে বরাবরের মতো লেজার ভিশন এবারও বেশ কিছু অডিও গান, মিউজিক ভিডিও এবং নতুন নাটক প্রকাশ করতে যাচ্ছে। বর্তমান মন্দা বাজার থাকা সত্বেও লেজার ভিশনের এবারের আয়োজনেও থাকছে বৈচিত্র্যতা। দর্শক-শ্রোতাদের গান ও মিউজিক ভিডিওগুলো ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তুলবে।
জানরে আয়:
জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমনের কন্ঠে গাওয়া “জানরে আয়”। এইচ এম রিপনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইয়াসিন হোসেন নিরু। গানটির ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি।
বিনোদিনী রাই:
এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সুমি মির্জার কন্ঠে গাওয়া “বিনোদিনী রাই”। সংগৃহিত কথা ও সুরে এই গানটির সঙ্গীতায়োজন করেছেন মাহমুদ সানি। গানটির ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি।
হয়েছি শুধু তোমার:
জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরানের কন্ঠে গাওয়া “হয়েছি শুধু তোমার” । ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফাজবির তাজ এবং ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
তোর পিরিতে:
জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খান ও সানিয়া রমার দ্বৈত কন্ঠে গাওয়া “তোর পিরিতে”। গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথায় বেলাল খানের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন এম এ রহমান এবং ভিডিওটি নির্মাণ করেছেন সাজিন খান।
এক ঠিকানায় রবো:
এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী অয়ন চাকলাদার ও ইলমার দ্বৈত কন্ঠে গাওয়া গান “এক ঠিকানায় রবো”। গীতিকবি স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার এবং ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
বাঁচি কি করে:
জনপ্রিয় কন্ঠশিল্পী আরফিন রুমি ও সাবরিনার দ্বৈত কন্ঠে গাওয়া “বাঁচি কি করে ”। গানটির কথা,সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি নিজেই এবং ভিডিওটি নির্মাণ করেছেন সাজিন খান।
মন পাহারায়:
প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী কাজী শরীফের কন্ঠে গাওয়া “মন পাহারায়”। কাজী শরীফের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা এবং ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
শূন্য ফেরিওয়ালা :
কন্ঠশিল্পী মোল্লা আজাদ হোসেনের কন্ঠে গাওয়া “শূন্য ফেরিওয়ালা”। ফোক ধাঁচের এই গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।
এক প্রেমেতে কয়বার মারবা :
এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের কন্ঠে গাওয়া “এক প্রেমেতে কয়বার মারবা”। পলাশ ও নিরুর কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইয়াসিন হোসেন নিরু।
হয়নি আগে:
প্রতিভাবান কন্ঠশিল্পী ইকবাল পিন্টুর কন্ঠে গাওয়া “হয়নি আগে”। জীবক বড়–য়ার তত্ত্বাবধানে নূর নবী রাজুর কথায় গানটির সুর করেছেন তাপস চৌধুরী।
আমি আমার না:
প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী এস এস স্বর্গের কন্ঠে গাওয়া “আমি আমার না”। এস এস স্বর্গের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জেড এইচ বাবু।
পরান:
প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী বাউলা সুজনের কন্ঠে গাওয়া “পরান”। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই এবং ভিডিওটি নির্মাণ করেছেন আদিফ হাসান।
আল্লায় কপালডা লিখছে পেন্সিল দিয়া:
এ সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইয়াসিন হোসেন নিরুর কন্ঠে গাওয়া “আল্লায় কপালডা লিখছে পেন্সিল দিয়া”। পলাশ ও নিরুর কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই এবং ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি।
সততার কান্না:
এ ছাড়াও প্রকাশিত হতে যাচ্ছে মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটক “সততার কান্না”। মেহেদি হাসান লিমনের কথায় নাটকটির টাইটেল গানটি গেয়েছেন রেহান রসুল এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইয়াসিন হোসেন নিরু।
ব্যাচেলর টুট টুট:
লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে ব্যাচেলর জীবনের বিড়ম্বনা নিয়ে মজার নাটক “ব্যাচেলর টুট টুট”। নাটকটির চিত্রনাট্য পরিচালনা করেছেন সৈকত রেজা।
এছাড়াও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের অপেক্ষায় আছে আরও বেশ কিছু মিউজিক ভিডিও ও নাটক।