রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল থেকে প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনের বাঙ্গালি অধ্যুষিত মাতৃমনিজের স্থানীয় কাজা দো কবিলা হলরুমে লিসবনে বসবাসরত বৃহত্তর সিলেটের সর্বস্থরের প্রবাসীদের নিয়ে মঙ্গলবার রাত ৯ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চলমান পর্তুগালের ক্রমবর্ধমান কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে সিলেট প্রবাসীদের ইতিবাচক ভূমিকা গ্রহণ ও পালনের উপর গুরুত্বারুপ করে মতবিনিময় সভায় পর্তুগালের প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব ও ব্যবসায়ী শাহজাহান আহমদের সভাপতিত্বে ও মাতৃ মনিজ জামে মসজিদের সাবেক সভাপতি সুলেমান মিয়ার পরিচালনায় শুরুতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পর্তুগালের প্রবীন কমিউনিটি নেতা ওলিউর রহমান চৌঃ।
এছাড়া আরও বক্তব্য রাখেন মাতৃ মনিজ জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুল হাই, কমিউনিটি নেতা সাজিদ মোহাম্মদ, জাহির আলী, ব্যবসায়ী শামসুল ইসলাম, মাহবুব সুয়েদ, শাহিদুর রহমান, আমির সোহেল, আক্তার হোসেন, খালেদ আহমদ মিনহাজ, তানভির গাজী, শাকিল আহমেদ, শামিম আহমদ, আমিরুল হক মেম্বার সহ পর্তুগালস্থ সুনামগঞ্জ জেলা সমিতি, হবিগঞ্জ এসোসিয়েশ, বিরিয়ানিরবাজার কল্যান ট্রাষ্ট, বালাগঞ্জ ওসমানী নগর সমিতি, সিলেট যুব ফোরামের এর নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় লিসবনের বাঙ্গালি কমিউনিটিতে দীর্ঘ দিন ধরে বিভেদ সৃষ্টির অভিযোগ ও বায়তুল মোকাররম জামে মসজিদ আত্মসাতের ষড়যন্ত্রে নিমজ্জিত সিলেট জেলার প্রবাসী জনৈক ফরহাদ মিয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বক্তারা সম্মিলিতভাবে তাকে বৃহত্তর সিলেটের সকল সামাজিক ও আঞ্চলিক কমিটি থেকে বহিস্কার ও অবাঞ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, শাহজালালের মাটির কোন সন্তান মসজিদ আত্মসাতের মত নিকৃষ্ট কাজ করতে পারে না। ফরহাদ নামের এই লোক কমিউনিটির বিভিন্নজনকে বিভিন্ন সময় নানাভাবে বিভ্রান্ত করে বিভক্তি তৈরির মাধ্যমে সিলেটের মানুষের লজ্বার কারণ হয়ে দাড়িয়েছে। সভার সভাপতি শাহজাহান মিয়া সভাপতির বক্তব্যে সম্মিলিত দাবির প্রেক্ষিতে ফরহাদ নামের এই ব্যাক্তির সাথে লিসবনের কোন সিলেটির সামাজিক সম্পর্ক না রাখার আহবান এবং সকল প্রবাসী বাংলাদেশিকে তাকে বয়কটের অনুরোধ জানান।