রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: বিশ্বকে ক্রমেই মৃত্যুপুরীতে পরিণত করছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই মহামারি থেকে পরিএানের জন্য পর্তুগাল সরকারের চলমান জরুরি অবস্থা সহ নানামুখী বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে লিসবন সিটি কর্পোরেশন এর স্থানীয় জুন্তা ২২ এপ্রিল,২০২০ বুধবার লিসবনের বাঙ্গালী অধ্যুষিত মাতৃমনিজ এলাকায় প্রবাসী বাংলাদেশিদের করোনাভাইরাস মোকাবেলায় সচেতনমূলক লিফলেট, বাংলা ও পর্তুগীজ ভাষায় বিভিন্ন দিক নিদর্শনামূলক বক্তব্য প্রচার করা হয়।

ঐ দিন বিকেল ৩ টায় প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব থেকে সচেতনতার জন্য, লিসবন সিটি কর্পোরেশনের এর স্থানীয় জুন্তা শান্তা মারিয়া মায়র এর প্রেসিডেন্ট মি. মৃগেল এর আমন্ত্রণে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী সহ বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন, বায়তুল মোকারম মসজিদ লিসবনের ইমাম অধ্যাপক আবু সাঈদ সহ পুলিশ প্রশাসন, স্থানীয় জুন্তার বিভিন্ন কর্মকর্তাগন লিসবনের বাঙ্গালী অধ্যুষিত মাতৃমনিজ এলাকার আশে পাশের বিভিন্ন সড়ক সহ রুয়া দো বেনফরমোসোতে করোনাভাইরাসের প্রভাব থেকে সচেতনতার জন্য বাংলা ভাষায় বিশেষ লিফলেট, বাংলা ও পর্তুগীজ ভাষায় মাইকিং করে সকল প্রবাসীদেরকে সরকারের প্রদত্ত কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন দিক নিদর্শন মেনে চলতে এবং নিজ নিজ গৃহে অবস্থান করার অনুরোধ জানান।

উল্লেখ্য লিসবনের বাঙ্গালী অধ্যুষিত মাতৃমনিজ এলাকার রুয়া দো বেনফরমোসোতে এখন পর্যন্ত ১১ জন প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে মোট ২২ জন প্রবাসী বাংলাদেশির শরীরে কোভিড-১৯ পজিটিভ নিশ্চিত করেন লিসবনের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে আরো ৯ জনের রক্তের কনিকা এখনো পরীক্ষাধীন রয়েছে যা যেকোন মুহূর্তে জানানো হবে। তবে তাদের মধ্যে আক্রান্তদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক ।