রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের (IPhO) ২০১৮ এর বিশ্ব আসরে বাংলাদেশ দল চারটি ব্রোঞ্জ পদক জয় করেছে।
শনিবার লিসবন বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের ফিজিক্স অলিম্পিয়াডে সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথী ছিলেন পর্তুগালের শিক্ষা মন্ত্রী। এছাড়াও সমাপনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি ড.হানস জর্ডান।
সমাপনি আনুষ্ঠানের ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি ড.হানস জর্ডান। এর পর বিজয়ীদের পদক পরিয়েদেন পর্তুগালের শিক্ষামন্ত্রী। উক্ত অলিম্পিয়াডে বাংলাদেশের চার জন শিক্ষার্থী আবরার আল শাদীদ আবীর (চট্টগ্রাম কলেজ) ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক (নটর ডেম কলেজ) এবং রাশেদুল ইসলাম (মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) ব্রোঞ্জ পদক জয় করেন।
উল্লেখ্য, ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের গত সোমবার প্রথম ২০ নাম্বারের পরীক্ষা দিয়ে শুরু হওয়া এবং বুধবার ৩০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিতো হওয়ার মধ্য দিয়ে শেষ হয় ফিজিক্স অলিম্পিয়াড।
এছাড়া মঙ্গল, বৃহঃ ও শুক্র বার অংশগ্রহণকারী সকল দেশের শিক্ষার্থীদের পর্তুগালের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ন দর্শনিয় স্থান পরিদর্শন করানো হয় ফিজিক্স অলিম্পিয়াড পক্ষ থেকে। এ সময় আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের লিডার হিসাবে ছিলেন অধ্যাপক এম আরশাদ মোমেন এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ। এছাড়াও বাংলাদেশ টিমের গাইড হিসেবে কাজ করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি সাহেদ ইব্রাহীম নবী।