রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর আমন্ত্রণে শুক্রবার লিসবনের বাংলাদেশ হাউজে পর্তুগাল প্রবাসী কমিউনিটি, রাজনীনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর ও সহধর্মিনী শামসাদ আরা খানম। দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লা তৌহিদের সার্বিক পরিচালনায় রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগতো সকল বাংলাদেশিদের সাথে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশ্য আরো বলেন, আপনারাই হলেন সত্যিকারের এক একজন রাষ্ট্রদূত। প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও আমাদের নিমন্ত্রণ বাংলাদেশ হাউজে আপনাদের আগমনে আমরা খুবই আনন্দিত ও অভিভূত। ঈদ পরবর্তী প্রবাসে দল মতের উধের্ব উঠে সকলের উপস্থিতে আনন্দগণ পরিবেশে বাংলাদেশ হাউস প্রবাসের বুকে এ সময় এক খন্ড লাল সবুজের বাংলাদেশে পরিণত হয়। পরে এক প্রীতিভোজে মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।