প্রবাস মেলা ডেস্ক: লিবিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ফলে অন্তত ৬১ জন মারা গেছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে। রোববার ১৭ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস’সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, স্থানীয় সময় শনিবার ১৬ ডিসেম্বর নৌকাডুবির ঘটনা ঘটে।
জাহাজডুবির ঘটনায় জীবিতদের বরাত দিয়ে আইওএম জানায়, অন্তত ৮৬ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে জাহাজটি লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দেয়। কিন্তু সাগরের উঁচু ঢেউয়ে জাহাজটি ভেসে যায়।
সেখান থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।
জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, জীবিত ২৫ ব্যক্তিকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।