প্রবাস মেলা ডেস্ক: ইমরান গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো: জুনাব আলী’র হাতে প্রবাস মেলা। সম্প্রতি এক বিকালে পুরানা পল্টনস্থ সুরমা টাওয়ারে এসি বাজার অফিসে তার হাতে পত্রিকার প্রিন্ট কপি তুলে দেওয়া হয়। পত্রিকার সম্মানিত উপদেষ্টা, আবৃত্তিকার ও টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ এবং পত্রিকার চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু বিশিষ্ট এই ব্যবসায়ীর সাথে সৌজন্য সাক্ষাতে পত্রিকা তুলে দেন।

এসময় বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মো: জুনাব আলী পিএমজেএফ প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মুখপত্র হিসেবে ভূমিকা রাখায় প্রবাস মেলা’র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত উপার্জন রেমিটেন্সের কারণেই বাংলাদেশ বিশ্বে উন্নয়শীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন করা হয়না। বিমান বন্দর সহ দেশে-বিদেশে তাদের নানান হয়রানি হতে হয়। সময় এসেছে প্রবাসীদের ‘ডলার সৈনিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার। আশা করছি সরকার বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নিবে।
টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ বলেন, প্রবাস মেলা প্রবাসীদের কথা বলে। পৃথিবীর ৫০টির বেশি দেশের প্রবাসী বাঙালিরা নিয়মিত প্রবাস মেলা অনলাইনে পড়ে থাকেন। এছাড়াও দেশের সকল পত্রিকা স্টলের পাশাপাশি ২৫টিরও বেশি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়মিত প্রবাস মেলা’র প্রিন্ট কপি পাঠানো হয়। প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে আগামীদিনগুলোতেও প্রবাস মেলা প্রবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।