মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও লিও ক্লাব অব চিটাগাং লিবার্টি র ২০১৯-২০২০ সেবা বর্ষের প্রথম সভা ৬ জুলাই ২০১৯ শনিবার সন্ধ্যা ৭-৩০ মিনিটে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেক্স সিএলএফ এর লায়ন জেলা অফিসের প্রকৃতি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সকল লায়ন ও লিও নেতৃবৃন্দ এবং সদসবৃন্দ উপস্থিতি ছিলেন।
নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন নারগিস আক্তারের সভাপতিত্বে ও আইপিপি, প্রোগ্রাম এন্ড কমিউনিকেশন চেয়ারম্যান লায়ন কাজী আলী আকবর জাসেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ নাজমুল হক। বক্তব্য রাখেন নবনির্বাচিত সেক্রেটারী লায়ন শেখ মোহাম্মদ সামিদুল হক, নবনির্বাচিত ট্রেজারার লায়ন কাজী আশিক ই ওয়াহিদ, লায়ন শফিকুল আলম, লায়ন শওকত আলী চৌধুরী, লিও জোন পরিচালক লিও আরাফাত ইলাহী, সদ্য সাবেক লিও প্রেসিডেন্ট লিও ইয়াকুব খাঁন, নবনির্বাচিত লিও প্রেসিডেন্ট লিও আরিফুল ইসলাম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান শিবলী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লিও মোঃ ফখরুল ইসলাম সোহেল, সেক্রেটারী লিও মিল্লাত হোসেন, লিও গোলাম সাদেক, লিও শাহাদাত হোসেন, লিও মোহাম্মদ আবদুল মান্নান, লিও জিতু কর্মকার, লিও মেহেদী হাসান প্রমূখ।
আগামী ২০১৯-২০২০ সেবা বর্ষের জন্য কর্ম পরিকল্পনার খসড়া উপস্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সবাই সর্বাত্মক সহযোগিতা করে মানবতার কল্যাণে সেবাকার্য সম্পাদন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।