সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লস এঞ্জেলেস প্রবাসী লেখক ও সাংবাদিক তপন দেবনাথ জেসমিন খান স্মৃতি পুরস্কার লাভ করেছেন। ১৬ ডিসেম্বর লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ৯ম বারের মতো আয়োজিত বাংলার বিজয় বহর অনুষ্ঠানে তপন দেবনাথ এর হাতে পুরস্কার তুলে দেন প্রকৌশলী ডক্টর জয়নাল আবেদীন। সাহিত্য, মানবিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
২০১৮ সন থেকে প্রবর্তিত জেসমিন খান স্মৃতি পুরস্কার একই সাথে আরো ২জনকে দেওয়া হয়। তারা হলেন ক্যালিফোর্নিয়ার মনরো ভেলিতে বসবসারত বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রমহান ওসমানী জিতু ও এ্যারিজেনায় বসবাসরত লেখক ও রিয়েলেটর ব্যবসায়ী এম ইসলাম মাসুদ। তপন দেবনাথ সাপ্তাহিক ঠিকানা ছাড়াও দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি পত্রিকার সাথে সংযুক্ত আছেন। তিনি ১৯৮৪ সনে নবম শ্রেনিতে অধ্যয়ন কালীন সময় থেকে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতা ও লেখালেখি বিষয়ে তিনি জাতীয় সািহত্য কেন্দ্র ও বাংলা একাডেমি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। তাঁর এ-যাবৎ প্রকাশিত বই এর সংখ্যা ২৫।
জেসমিন খান স্মৃতি পুরস্কার ছাড়াও ইতোপূর্বে ২০১২ সালে তিনি যুগান্তর ওয়ালটন পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা কর্তৃক সম্মাননা, ২০১১ সালে লস এঞ্জেলেস বাংলাদেশি কমিউনিটি কর্তৃক সম্মাননা, বাংলাদেশি আমেরিকান গ্রেটার রিভারসাইড কমিউনিটি সোসাইটি কর্তৃক সম্মাননা, ২০১৪ সালে লস এঞ্জেলেসে মহান একুশ উদ্যাপন কমিটি কর্তৃক সম্মাননা, ২০১৫ সালে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি কর্তৃক সম্মাননা, ২০১৭ সালে সিটি অব লস এঞ্জেলেস থেকে লোটাস সম্মাননা, ২০১৭ সালে ইউএস কংগ্রেস ওম্যান ড. জুডি চু থেকে সম্মাননা ও ২০১৭ সালে ইউএস সিনেটর টনি ম্যানডোস থেকে সম্মাননা লাভ করেন।
বই এর মানুষ ও সাদা মনের মানুষ তপন দেবনাথ সাংবাদিতা, লেখালেখি ছাড়াও প্রবাসী নবীন লেখকদের পৃষ্ঠপোষকতা, সংকলন প্রকাশ, প্রবসীদের মধ্যে পত্রিকা বিতরণসহ সাহিত্য সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন। স্ত্রী ও ২ কন্যা নিয়ে তিনি ২০০১ সন থেকে লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে বসবাস করছেন।