তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ কনসুলেট লস এঞ্জেলসে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদ্যাপিত হয়েছে। ১৪ এপ্রিল সন্ধ্যায় কনসুলেট মিলনায়তনে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
প্রথমেই বাংলা নববর্ষের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের সভাপতি কামরুল হাসান, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার রবি আলম, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা ও শাহ আলম।
কনসাল জেনারেল বাংলা নববর্ষ কখন থেকে কীভাবে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয় এবং এই সংস্কৃতি কীভাবে বাঙালিকে একটি ঐক্যবব্ধ শক্ত অবস্থানে রেখেছে তার সারগর্ভ বর্ণনা দেন। ডাক্তার রবি আলম তাঁর অনুসন্ধানী বক্তব্যে বাংলা নববর্ষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং বাঙালি সংস্কৃতিতে এর অবদান সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্ক্রতিক অনুষ্ঠান। প্রথমে ‘এসা হে বৈশাখ’ গানটি সম্মিলিতভাবে পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করে ট্রিটিনা সাহা সিঁথি। নতুন প্রজম্মের শিশুরা গান ও কবিতা আবৃত্তি করে। শিশুদের অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মনোয়ার হোসেন।
প্রবাসী শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন ইউনুস জামান, প্রিয়াংকা সাই, ছন্দা, কৃষ্ণা পাল, মিতালী কাজল ও ওস্তাদ কাজী হাসিব। কৃষ্ণা পাল ও মিতালী কাজলের অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে যেন নববর্ষের অনন্দে পূর্ণতা দেন। তবলায় সংগত করেন ড. সুকৃত মুখার্জী, তপন সাহা ও প্রহর।
একই দিন সকালে কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার নেতৃত্বে প্রথম বারের মতো মঙ্গল সোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ভাইস কনসাল ওয়ালিউর রহমান। অনুষ্ঠানে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।