সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলেস্, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সম্প্রতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন্স মো: জুনাব আলী পি.এম.জে.এফ। তিনি একজন প্রবাসীবান্ধব ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে তার উপলব্ধি হয়েছে যে, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের রেমিটেন্স। যাদের পাঠানো রেমিটেন্সের কারণেই বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। এজন্য তিনি সকল প্রবাসীদের ‘ডলার সৈনিক’ হিসেবে উপাধি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
বিশিষ্ট এই ব্যবাসয়ী যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস রাজ্যে পৌছালে পত্রিকার সেখানকার প্রতিনিধি সৈয়দ এম. হোসেন বাবু তার হাতে প্ররবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।