সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৩ জুলাই ২০১৮ শুক্রবার আর্টিশিয়ার লিটল ঢাকার হল রুমে ১১তম গ্রীষ্ম বরণ উৎসবের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রফিকুল হক রাজুকে কনভেনর করে সৈয়দ এম হোসেন বাবুর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন ইন্জিনিয়ার জলিল খান, আব্দুর রহিম, আনিসুর রহমান, জাহাংগীর আলম, রেনুয়ারা বেগম, মেহেদী সেলিম, সুমন, কামরুল, এমরান, জাহাংগীর, ফাহিম, মনোয়ারা বেগম, চন্দন, রাজু বাবলা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার লেবার ডে উইক্যান্ডে সারা দিনব্যাপি উৎসবের দিন ধার্য করা হয়।