সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বৈশাখ মানে নতুন করে বঙ্গবাসির হর্ষ স্মরণ, পুরনোকে বিদায় দিয়ে স্বাগতমের নতুন বর্ষ বরণ। লস এঞ্জেলসে লিটল বাংলাদেশ সংলগ্ন বাংলাদেশ একাডেমীর অনুপমা রীয়া অডিটোরিয়মে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মদের নিয়ে স্থানীয় শিল্পীদের সাথে শুভানন্দী পুরী বরণ করে নিল বাংলা নতুন বছর ১৪২৬।
কবিতা বড়ুয়া ও নাসরিন হাসানের সঞ্চালনায় নতুন প্রজন্ম থেকে সংগীত পরিবেশন করেন সোয়া, কুমী, মিথুন, পুর্ণতা, আদ্রিকা, নাজিয়া, নাদিপ এবং বড়দের থেকে হাসিনা পারভীন, পলাশ আহম্মেদ, নাহিদ সিরাজী সিমিম, মিলু আচার্জ। তবলায় সংগী করেন আনন্দ ডিকা।