তপন দেবনাথ, লস এঞ্জেলস যুক্তরাষ্ট্র: লস এঞ্জেলসে ৩ জন বাংলাদেশি আমেরিকান সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন আন্তর্জাতিক মূকাভিনেতা, কবি, সাংবাদিক, সম্পাদক কাজী মশহুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদ ও এটিএন বাংলা ও দৈনিক সমকাল লস এঞ্জেলস প্রতিনিধি লস্কর আল মামুন।
১৩ এপ্রিল লস এঞ্জেলস সিটি নেইবারহুড নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়। এতে মার্কিন নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ভোট প্রদান করে। নির্বাচনে বিদেশিদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন বাংলাদেশি আমেরিকান। এদের মধ্যে ৩ জনই নির্বাচনে জয় লাভ করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন। নির্বাচিতরা বাংলাদেশে জন্মগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহন করেছেন এবং দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন ও বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তারা লস এঞ্জেলস সিটির নিজ নিজ বসবাসরত এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
উল্লেখ্য যে, লস এঞ্জেলস সিটি নেইবারহুড কাউন্সিল মেম্বারগণ তাদের নিজ নিজ এলাকার নাগরিক কল্যাণসহ সুন্দর শহর বিনির্মাণে সিটি মেয়র তথা স্থানীয় প্রশাসনকে সহায়তা করে থাকে। এ জন্য প্রতি বছর বাজেটে অর্থ বরাদ্ধ দেয়া হয়।