সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩৩তম ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা ) সম্মেলন ২০১৯ উপলক্ষে ৭ অক্টোবর ২০১৮ রবিবার বিকেল ৫টায় চার্চ অফ সাইন্টলোজি অফ লস এঞ্জেলস (Church of Scientology of Los Angeles) মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাজিয়া হক মিমির উপস্থাপনায় লস লস এন্জেলেস শহরের অত্যন্ত পরিচিত মুখ জনাব মাসুদ রব চৌধুরী’র আহবানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০১৯ সালে ‘ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’ এর পরবর্তী সম্মেলন আগামী বছর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে। নিউইয়র্কের ‘ড্রামা সার্কেল’-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বনামধন্য বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নার্গিস আহমেদ- এ সম্মেলনের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে এক গণসংযোগ সফরে ২০১৯ সালে আসন্ন নিউইয়র্কে ফোবানা সম্মেলনের আহবায়ক নার্গিস আহমেদ লস এন্জেলেস প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও কিভাবে আসন্ন সম্মেলকে সফল করা যায় এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে ফোবানা সংক্রান্ত তথ্যগুলো পৌছে দেয়া যায় এ নিয়ে বিস্তারিত আলোচনায় করে।
প্রাক্তন ফোবানা কমিটির চেয়ারম্যান এবং এওয়ার্ড কমিটির সদস্য মাহবুব রহিম রেজা, ফোবানা ২০১৯ এর দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবির আলগীর, লস এন্জেলেস বৈশাখী মেলার কর্ণধার আবুল ইব্রাহিম, তিনবার ফোবানা সম্মেলনের আহবায়ক জয়নুল আবেদিন, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস এর বর্তমান সভাপতি ডা: মোহাম্মদ সিরাজ উল্লাহ, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী ম হুদা, সহ সভাপতি সৈয়দ এম হোসেন, সাধারণ সম্পাদক লস্কর মামুন, সাংবাদিক নিয়াজ মোহায়ীন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজকর্মী সেন্টু, বাফার সভাপতি নজরুল আলম, খন্দকার আলম, ডা: হাসেম প্রমুখ অংশ গ্রহন করেন।
এন্জেলেস প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সবাই ২০১৯ সালে আসন্ন নিউইয়র্কে ফোবানা সম্মেলনের আহবায়ক নার্গিস আহমেদকে বাংলাদেশিদের বৃহত্তর ‘ফোবানা’ সম্মেলনে সফল করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।