সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলেস্, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৬ জুলাই ২০১৮ শুক্রবার লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে নয় সদস্যের মধ্যে ছয় সদস্যের শপথ গ্রহন হয়।
নির্বাচিত হলেন সভাপতি কাজী মশরুহুল হুদা, সহ সভাপতি সৈয়দ এম হোসেন বাবু , সাধারণ সম্পাদক লস্কর মামুন, জনসম্পর্ক ফারহানা সাঈদ, সদস্য তপন দেব নাথ, সদস্য নিয়াজ মোয়াইমেল, সিনিয়ার ভাইস প্রেসিডন্ট জাহান হাসান, সদস্য আহম্মেদ কবির এবং কোষাধ্যক্ষ বিথী। এর মধ্যে জাহান হাসান বাংলাদেশে, আহম্মেদ কবির আমেরিকার অন্য একটি রাষ্ট্র পরিদর্শনে এবং বিথী লস এন্জেলেস বৈশাখী মেলা নিয়ে ব্যস্ত থাকার কারনে অনুপস্থিত ছিলেন।
লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট লেখিকা প্রেস সদস্য ফারহানা সাঈদ ও লস এন্জেলেসের জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরীর সঞ্চলনায় রাত ৮টা ৩০মিনিটে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত এবং পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের পর বাংলাদেশ মুক্তিযাদ্ধার সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।শুরুতেই নির্বাচন কমিশনার মোবারক হোসেন, সাজেদ চৌধুরী ম্যাক্লিল, মিলনের শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান নির্বাচন কমিশনার মোবারক হোসেন নব নির্বাচিত লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সদ্যসদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উন্মুক্ত শুভেচ্ছা বক্তব্যে অংশগ্রহন করেন লস এন্জেলেস প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের তৃতীয় পর্বে মিঠুন চৌধুরী উপস্থাপনায় রাত ১০টা ৫৫মিনিটে মেজর ( অ: ) সাঈদ কুতুবী কাবেরী রহমানকে সাথে নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক একুশে পদক প্রাপ্ত বিখ্যাত সঙ্গীতশিল্পী কাদেরী কিবরিয়ার মনমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা নৈশভোজ দিয়ে শেষ হয় মধ্যরাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লস এন্জেলেস দূতাবাসের কনসাল জেনারেল বাবু প্রিয়তোষ সাহা।