সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে লস এন্জেলেস লিটল বাংলাদেশ প্রেস ক্লাব ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ একাডেমীর অনুপমা রীয়া অডিটরিয়ামে ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিব, মাহতাব হোসেন, নাহিদ সিরাজী সিমিম, পলাশ আহম্মেদ, রাজিন, রুনা ও কাবেরী রহমানকে নিয়ে আয়োজন করে ছিল মনমুগ্ধকর সংগীত সন্ধ্যা।
সৈয়দ এম হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অফ লস এন্জেলেসের সভাপতি কাজী মশরুহুল হুদা বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীতের পর বিনম্র শ্রদ্ধায় সকল শহীদদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর পরই দেশ ও মাটির গানের ঘ্রাণে উপস্থিত দর্শক কাছে একাডেমীর আঙিনা ছোট এক খন্ড বাংলাদেশে পরিণত হয়।
সংগীতের মূর্ছনায় মধ্য রাতে। সভাপতি কাজী মশরুহুল হুদা এস কে জামানকে চেয়ারম্যান করে নয় সদস্যের উপদেষ্টা মন্ডলীর নাম প্রকাশ করেন। যথাক্রমে মোহাম্মদ সামসুদ্দিন মানিক, মোমিনুল হক বাচ্চু, শংকু আইচ, মোবারক হোসেন, জাহিদ হোসেন পিন্টু, নজরুল আলম, ড: তপন সরকার এবং নাজমুল চৌধুরী।
লস এন্জেলসের লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহান হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের যবনিকাপাত করেন।