সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৬ ডিসেম্বর রবিবার সকালে ১১টা ৩৫মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এন্জেলেস সিটির প্রাণ কেন্দ্র লিটল বাংলাদেশ এলাকায় বিজয় দিবস ২০১৮ উদযাপন করা হয়। কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চুর পরিচালনায় মাননীয় কনসাল জেনারেল বাবু প্রিয়তোষ সাহা প্রবাসী বাঙালিদের সাথে বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উদযাপনের প্রথম পর্বে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানের সুরে সুরে বেলুন উড়িয়ে দেন।
এ সময় ভারতীয় সেনাবাহিনী ( মিত্রবাহিনী) ওয়ারলেস অপারেটর ভারতীয় নাগরিক ঘনশ্যাম চেজারার্র তৈরী করা বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতিতে প্রথমে কনসাল জেনারেল এবং পরে প্রবাসী মুক্তিযাদ্ধারা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনীতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতি সৌধের বেদিতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। ঘনশ্যাম চেজারার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ওয়ারলেস অপারেটরের ছিলেন।
দ্বিতীয় পর্বে বাংলাদেশ কনস্যুলেট অফিস লস এন্জেলেস বিকেল ৫টা ৩০মিনিট থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। আলোচনা ও মনমুগ্ধকর সংস্কৃতির সন্ধ্যা শুরু হয় পবিত্র কোরআন ত্রিপিটক ও গীতা পাঠের মধ্য দিয়ে।
নতুন প্রজন্মের কবিতা আবৃত্তি ও সুরের মূর্ছনায় উপস্থিত অতিথি ফেলে আসা মাতৃকার ছোয়া অনুভব করে। আলোচনায় অংশগ্রহণ করেন জাকির খান, সোহেল রহমান বাদল, রবি আলম, সৈয়দ এম হোসেন বাবু, ফিরজ আলম,তারেক বাবু প্রমুখ।