সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় বনভোজন ও মিনা বাজার উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক মাকসুদা খানম ইয়াসমিন এর বাসায় জিল্লুর রহমান নিরু, রফিকুল হক রাজু, রেজাউল করিম রেজা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, শ্যামল, সুমন, তারেক বাবু, এম হোসেন বাবু প্রমুখ কে নিয়ে আগামী ২১ জুলাই ২০১৯ রবিবার বনভোজন ও মিনা বাজারের এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
মধ্যাহ্নের প্রীতিভোজের পাশাপাশি বৈশাখকে জমজমাট করতে স্থানীয় ও খ্যাতিমান শিল্পীদের দ্বারা বৈশাখী গান ও বাউল গান পরিবেশন করা হবে।
তিনি বলেন, তরুণ ও প্রবীণদের মাঝে বৈশাখ যেন অত্যন্ত ইতিবাচক ও উৎসাহব্যাঞ্জক হয় সে জন্যই আমাদের এ উদ্যোগ। উপস্থিত অতিথিদের জন্য থাকবে বৈশাখী আপ্যায়ন। এ সময় প্রশাসনের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছে বৈশাখ উদযাপন উপলক্ষে সহায়তা ও পরামর্শ চাওয়া হয়।