সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৭ ও ৮ জুলাই ২০১৮ লস এন্জেলেসে দু’দিনব্যাপি হয়ে গেলো প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব ১৭তম বৈশাখী মেলা।
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ উৎসব কালক্রমে নতুন মাত্রা পেয়েছে, বাংলাদেশ ছেড়ে আজ হাজার হাজার মাইল দূরে উড়োজাহাজে চেপে নানা দেশে-প্রবাসে ছড়িয়ে পড়েছে বৈশাখী উৎসব। যার শুরু হয় বাংলা বছরের বৈশাখ মাসের প্রথম দিন দিয়ে কিন্তু যেহেতু প্রবাসে বাঙালিদের কোন একটি ছুটি দিনে নতুনকে স্বাগত জানাতে হয় তাই বৈশাখ মাস তার আপন নিয়মে চলে গেলেও প্রবাসের শত ব্যস্ততার মাঝে বাঙালি বুকের ভেতর লালন করা তার শেকড়কে টানে কিভাবে নিজের মাতৃভূমি ও সাংস্কৃতিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে তারই ফন্দি ফিকির চলে সারা বছর ধরে।
তারই বড় প্রমাণ মেলে বাংলা পঞ্জিকার আষাঢ় মাসে কিছু দেশ পাগল মানুষ আবুল ইব্রাহিম, হুমায়ন, লিংকন, শান্তানু, কমরেড, সিদ্দিক, মানিক, সেন্টু, মিলন প্রমুখ।
এই পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরার লক্ষে আয়োজন বৈশাখী মেলা ১৪২৫। শাজিয়া হক মিমি ও আশরাফ আহম্মেদ মিলনের উপস্থাপনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান এসো হে বৈশাখ এসো এসো’র সাথে আবার জমবে মেলা বট তলা হাট খোলা ও হে নতুন গানের গীতিকাব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে নাহিদ সীরাজি সিমিম, হাসিনা পারভিন বুলবুল, কাবেরী রহমান, পলাশ আহম্মেদ, নাসরিন হাসান, কবিতা বড়ুয়া, শিমুল বড়ুয়া, প্রণত বড়ুয়া। দুদিনের এই মনমুগ্ধকর আয়োজনে স্থানীয় শিল্পীদের সাথে লস এন্জেলেসের বাউল সম্রাট মিল্টন ও বাংলাদেশ থেকে আমন্ত্রিত জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, তনিমা হাদী, ইন্ডিয়ান আইডল পূজা চ্যাটার্জি, মারিয়া আক্তার মৌকে নিয়ে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা লস এন্জেলেস প্রবাসী বাঙালিদের উপহার দিলো বৈশাখী মেলা কমিটি।