সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৭ আগস্ট শনিবার লিটল বাংলাদেশ সংলগ্ন শেটো রিক্রিয়েশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা বিনম্র শ্রদ্ধা ও যথাযথ ভাব গম্ভীর্যের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও দোয়া মাহফিল আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন।
স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসে সূর্য ওঠার আগে ভোরে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমণ্ডির ৩২ বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। ঘাতকরা সেই রাতে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর ইতিহাসে এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে জাতির জনকের বর্ণাঢ্য কর্মময় জীবন, ঘাতকের হাতে সপরিবারে নিহত ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব, মুক্তিযোদ্ধা লিয়াকত উদ্দিন, মুক্তিযোদ্ধা মিয়া আলাউদ্দিন, হাবিবুর রহমান ইমরান, আমীর হোসেন, হানিফ সিদ্দিকী, আলমগীর হোসনে, শাহ আলম খান চৌধুরী, সুবর্ণ নন্দী তাপস, জাকির খান, টিয়া হাবিব, সিদ্দিকুর রহমান সিদ্দিক, ঢালী মোফাজ্জল হোসেন মফু ও নজরুল আলম প্রমুখ।