সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে পাসাডেনা কনভেনশন সেন্টারে তাবাসসুম হামিদা আলম ব্রাভো মেডিকেল ম্যাগনেট স্কুলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। গ্র্যাজুয়েশন সমাবর্তন অনুষ্ঠানে তিনি ৩ হাজার শিক্ষার্থীর মাঝে বাংলায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে নতুন ইতিহাস সৃষ্টি করেন। কৃতি শিক্ষার্থী তাবাসসুম হামিদা আলম লস এঞ্জেলস প্রবাসী শাহ আলম ও শামিম আরা আক্তার কচির একমাত্র কন্যা। তাবাসসুম হামিদা আলম বাংলাাদেশের মুখ উজ্জ্বল করতে সবার কাছে দোয়া প্রার্থী।