সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র এর উদ্যোগে ভার্চুয়াল জুমের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র সভাপতি সৈয়দ এম হোসেন বাবুর সভাপিতত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ডা. মোহাম্মদ সিরাজ উল্লাহ, বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের প্রাক্তন সভাপতি মোহম্মদ সামসুদ্দিন মানিক, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি সোহেল রহমান বাদল, বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক রশনী আলম, বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেঞ্জ কাউন্টির সভাপতি মোহাম্মদ রফিকুল হক রাজু, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস এর সভাপতি আবু হানিফা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলংকজনক অধ্যায়। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে স্ব-পরিবারে নিহত হয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হামলার ঘটনায় আরো যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ আরো অনেকে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা যথাযথ শ্রদ্ধা ও শোকে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে থাকেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র এর সাধারণ সম্পাদক দেওয়ান জামির এর সঞ্চালনায় ভার্চুয়াল শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ লস এঞ্জেলসের সহ-সভাপতি শহিদ আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলস এর সহ-সভাপতি আদনান খান, সহ-সভাপতি এস আলম, সহ-সভাপতি আলমগীর, যুগ্ম সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা বাবুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফাইম।
আলোচনা শেষে জোটের সাধারণ সম্পাদক দেওয়ান শহিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।