সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বড়দিন উপলক্ষে সান বার্নাডিনো ডেভিডসান মিশন সেন্টারে ২৫ ডিসেম্বর মঙ্গলবার ২০১৮ দিনটি উপলক্ষে সান বার্নাডিনো ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি খ্রিষ্টান ধর্মাবলম্বীরা মহানন্দে মেতে উঠেছিলেন দিনব্যাপী নানা আয়োজনে। ডেভিডসান মিশন সেন্টার থেকে শুরু করে খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রতিটি বাংলাদেশির ঘরেই চলে নানা আয়োজনের তোড়জোড়।পূর্ব গগনে সূর্য উকি দেওয়ার সাথে সাথে বাংলাদেশি খ্রিষ্টান ধর্ম অনুসারী পরিবার ও বন্ধু স্বজনদের সঙ্গে অনেকেই ঘরেই আনন্দঘন পরিবেশে পালন করেন দিনটি।
বাংলাদেশি খ্রিষ্টান সংগঠনের উদ্যোগেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনগুলোর মধ্যে ছিল প্রার্থনা, বড়দিনের সংগীত পরিবেশন, মধ্যাহ্ন প্রতিভোজ ও সকলের মধ্যে সান্তা ক্লজের উপহার বিতরণসহ আরও নানা আয়োজন। দিনের প্রথম পহরে স্বাগত প্রার্থনা করে মিস বিনিতা ক্যাথরিন, পবিত্র বাইবেল থেকে পাঠ করে শোনান মিসেস লিলা হালদার, বড়দিনের সংগীতে অংশগ্রহণ করেন সান বার্নাডিনো সিটির জনপ্রিয় বাউল শিল্পী মিল্টন বৈদ্যের সাথে স্থানীয় শিল্পী অক্ষর, অর্তির, নিলয়, পুর্ন, রিদী, ম্যালিসা, গল্প, প্রিতম, পপলিন, পলিনা বানী, অন্জনা, তবলায় জেরি গমেজ অকটপ্যাডে মারটিন, দাস গিটারে গাবরিয়াল গিল্ডবারড ও মশি।