তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: পরিকল্পনা মন্ত্রী এম, এ মান্নানকে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ১ এপ্রিল সন্ধ্যায় লস এঞ্জেলেসের একটি অভিজাত ইন্ডিয়ান রেস্তোরাঁয় জাঁকজমক আয়োজনের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভাস্থলে মন্ত্রী উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ নেতারা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশুরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল চৌধুরী, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ফিরোজ আলম, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা রবি আলম, ক্যলিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, একরামুল হক বাবু, জহির আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সোহেল রহমান বাদল তার বক্তব্যে বলেন, ক্যালিফোর্নিয়ায় নেত্রী কর্তৃক অনুমোদিত কমিটির সভাপতি শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা. রবি আলম। এর বাইরে কোনো আওয়ালী লীগ কমিটির অস্থিত্ব নেই। যারা নেত্রী কর্তৃক অনুমোদিত কমিটি স্বীকার করে না তারা প্রকৃত আওয়ামী লীগার হতে পারে না। ডা. রবি আলম ও ফিরোজ আলম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রবাসীদের মধ্যে তুলে ধরার জন্য মন্ত্রীকে অনুরোধ করেন।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষে মন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন লস এঞ্জেলস সিটি আওয়ামী লীগ সভাপতি মাহাতাবউদ্দিন টিপু ও ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে কনসাল জেনারেল প্রিয়তোষ সাহাকেও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। বিশেষ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, আলী আহমেদ পারিশ, সোহেল ইসলাম, আরেফিন বাবলু, অসীত বড়ুয়া, শামসুর রহমান পনির, আফরোজ আলম, রুবেল আহমেদ আরো অনেকে।
সংবর্ধনার জবাবে মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। পরিকল্পনা মন্ত্রী প্রবাসীদের দেশে আরো বেশি করে বিনিয়োগের আহবান জানান এবং তিনি সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল। সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন শফিকুর রহমান। আগত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।