সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে প্রবাসী বাংলাদেশিরা কেক কেটে পাক্ষিক প্রবাস মেলা’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করেছেন। ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ অনুষ্ঠান উদযাপিত হয়।
প্রবাস মেলা’র লস এঞ্জেলস প্রতিনিধি সৈয়দ এম হোসেন বাবুর উপস্থাপনায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক ডা: মো: সিরাজ উল্লাহ, ভয়েস অফ আমেরিকার সাংবাদিক রাজিব, তার সহধর্মিনী তাননি, ওস্তাদ কাজী হাসিব, কন্ঠশিল্পী কাবেরী, কন্ঠশিল্পী পলাশ, কন্ঠশিল্পী নাহিদ, বাফলা’র সাবেক সভাপতি মো: সামসুদ্দিন মানিক, নতুন প্রজন্মের আইভিন সহ অনেকে।
উপস্থিত অতিথিরা কেক কেটে প্রবাস মেলা’র সাফল্য কামনা করে বলেন, প্রবাস মেলা প্রবাসীদের পত্রিকা। উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই স্লোগানকে নিয়ে পাক্ষিক প্রবাস মেলা গত ৪ বছর ধরে প্রবাসীদের কণ্ঠস্বরের ভূমিকা পালন করছে। আমরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।