সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৪ অক্টোবর ২০১৮ রবিবার সন্ধ্যায় লস এন্জেলেস লিটল বাংলাদেশ এলাকায় বাংলাদেশ একাডেমী অনুপমা রীয়া অডিটোরিয়মে লস এঞ্জেলস, সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিবের একক সংগীত সন্ধ্যার আয়োজন করেছিল।
শুকরিত মুখার্জির তবলায় শ্রোতাদের মন কেড়েছিল ওস্তাদ হাসিবের মনোজ্ঞ সুরের মূর্ছনায়। অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ একাডেমীর কর্ণধার জাহিদ হোসেন পিন্টু। উপস্থিত হয়েছিলেন লস এন্জেলেস প্রবাসী বাংলাদেশির অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।