সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস লস সায়েন্টোলজি গির্জার অডিটোরিয়মে বাংলাদেশ এল সালভাদর ভারত, শ্রীলংকা, আমেরিকা, পাকিস্তান, নেপাল, গুয়াতেমালাকে নিয়ে উদযাপন করলো ২০তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৯৯ সালের ইউনেসকোর নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশন এবং ৩০তম সাধারণ সম্মেলনে ঘোষণা পত্রটি ইউনেস্কোর প্রতিনিধি জনাব ড্যারিল স্মিথ পাঠ করেন। বালার প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, প্রাক্তন প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ সিরাজউল্লাহ, জেনারেল সেক্রেটারি তারেক বাবুর হাতে তুলে দেন।
সাংকৃতিক সম্পাদক ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিবের পরিচালনায় সাত দেশের শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দেন। সহিদুল ইসলাম রনি ও কোর্টনি আকবরের সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনায় আংশগ্রহণ করেন বাফলার প্রাক্তন সভাপতি সামসুদ্দিন মানিক, লিন্ডা লোকুড আসিফ আকবার, কমিউনিটি নেতা মাজিব সিদ্দিক। কানাডা থেকে আগত চিত্রশিল্পী জেরিন তাজ আহম্মেদ বিশাল ক্যানভাসে আঁকা ভাষা আন্দোলনের ভাবমূর্তি তৈলচিত্র বালাকে উৎসর্গ করেন। লস এন্জেলেসর প্রখ্যাত ফটোশিল্পী কামাল খানও তার একটি দুর্লভ শিল্পকর্ম বালার প্রেসিডেন্টের হাতে তুলে দেন।