সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস , যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২১ জুলাই ২০১৮ শনিবার বাংলাদেশ একাডেমী লস এন্জেলেস অনুপমা রীয়া অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। অরেন্জ কাউন্টি গ্রীষ্ম বরণ উৎসব ২০১৮ কে সর্বজনীন করার লক্ষে এবং লস এন্জেলেস প্রবাসী বাংলাদেশিদের সাথে সেতু বন্ধ করার জন্য এই সভা ‘র আয়োজন করা হয়।
উক্ত সভায় লস এন্জেলেস প্রবাসী বাংলাদেশিদের পক্ষে গ্রীষ্ম বরণ উৎসবের আহ্বায়ক রফিকুল হক রাজুকে সকল প্রকার সাহায্যের আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন কাজী মশরুহুল হুদা, লস্কর মামুন, সৈয়দ এম হোসেন বাবু, পলাশ আহম্মেদ, আয়ুব হাসান, শফিউল আলম বাবু, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন পিন্টু, ফিরজ আলম, নাহিদ সীমিম, এবং ফোনে মোমিনুল হক বাচ্চু, সামসুদ্দিন মানিক, ফারহানা সাঈদ প্রমুখ।