সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সিটি অফ আনাহেইম এর একটি রেস্টুরেন্টে ১ এপ্রিল বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলসের ভালোবাসায় সিক্ত হলেন ৩৩তম ফোবানা হোস্ট কমিউনিটির আহ্বায়ক নিউইয়র্ক প্রবাসী নার্গিস আহমেদ ও মেম্বার সেক্রেটারি আবির আলমগীর।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাকসুদা খানম ইয়াসমিন। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলসের জেনারেল সেক্রেটারি তারেক বাবুর সঞ্চালনায় বালার প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু এই শুভক্ষণে মুক্তিযুদ্ধে সকল শহীদ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতাকে স্মরণ করেন। তিনি বলেন, আমরা বাঙালিরা পৃথিবীর যে স্থানেই যাই না কেনো বুকের মাঝে লালন করি অপূর্ব সৌন্দর্য, শস্য সম্পদ ও নানা প্রকার বৈচিত্র্যে ভরা একটি দেশ, সুজলা, সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশ। পৃথিবীতে মানচিত্র বিরল লাল সবুজের একটি পতাকা। আমরা বাংলাদেশের দ্বিতীয় প্রজন্ম তাই আমাদের কাঁধে রয়েছে বিরাট দায় ভাঁড়,আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস আমাদের সংস্কৃতি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে। দিতে হবে তাদের সঠিক দিক নির্দেশনা, গণতান্ত্রিক চিন্তাচেতনার বিকাশ ঘটাতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলস (বালা) বহু বাঁধা বিপত্তি পেরিয়ে আজ আমাদের নেতৃত্বে আপনা সম্মুখে। আমাদের স্লোগান “আমি না আমরা” আমাদের এসোসিয়েশনের শক্তি ঐক্য। বাংলাদেশকে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য, যেহেতু ফোবানা একই উদ্দেশ্যে সংগঠিত তাইতো আমরা একই বৃন্তে যেন দুটি ফুল।
ফোবানা ২০১৯ এর কনভেনর নার্গিস আহমেদ ও ফোবানা ২০১৯ এর মেম্বার সেক্রেটারি আবির আলমগীরকে অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।
মেম্বার সেক্রেটারি আবির আলমগীর বলেন, এবার বালা ‘র গুরু দায়িত্ব দুই বাবুর হাতে আসাতে যেন নতুন জাগরণের ডাক এসেছে, বালার বর্তমান সাজ দেখলেই এটা বোঝা যায়। তিনি বালার সবাইকে ২০১৯ নিউইয়র্ক ফোবানায় যাওয়ার আমন্ত্রণ জানান। ফোবানা ২০১৯ এর আহ্বায়ক নার্গিস আহমেদ বলেন, আমরা বিগত দিনের ভুলগুলো সামনে রেখে আসন্ন সম্মেলন সুন্দর থেকে সুন্দরতম করে তুলার জন্য সব ধরনের প্রস্তুতি অনেকটা সম্পন্ন করেছি। তিনি বলেন, ফোবানা সংগঠনটি গত ৩২ বছর ধরে আমেরিকায় কাজ করে যাচ্ছে দেশ ও প্রবাসের সেতু বন্ধন হয়ে।
বালার জেনারেল সেক্রেটারি বলেন, বালা প্রবাসের সব চেয়ে পুরাতন সংগঠন যার জন্ম বাংলাদেশ স্বাধীনতার পর পরই ১৯৭১ সালে শ্রদ্ধেয় শহিদুলা খানের হাত ধরে। বালার ফার্স্ট লেডি কাবেরী রহমান ও প্রাক্তন ফার্স্ট লেডি রেহানা সিরাজ ফোবানা ২০১৯ আহ্বায়ক নার্গিস আহম্মেদ কে বালার অনারারী লাইফ টাইম মেম্বারশীপ সনদ তুলে দেন। বাফলার প্রাক্তন প্রেসিডেন্ট সামসুদ্দিন মানিক ও বালার প্রাক্তন প্রেসিডেন্ট ডা: সিরাজ উল্লাহ লাইফ টাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড নার্গিস আহমেদের হাতে তুলে দেন।