সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১০ নভেম্বর শনিবার লস এন্জেলেস অনুপমা রীয়া অডিটোরিয়ামেবাংলাদেশ আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা যুক্তরাষ্ট্র উদযাপন করলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা যুক্তরাষ্ট্র’র সহ সভাপতি আজিজ মো: হাই ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা যুক্তরাষ্ট্র’র সহ সম্পাদক আফরোজ আলম জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন লিটল বাংলাদেশ প্রেস ক্ল্যাবে সভাপতি কাজী মশরুহুল হুদা, সহ সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, সাধারন সম্পাদক লস্কর মামুন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক রবি আলম, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র’র সভাপতি শফিকুর রহমান, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র’র সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র’র শ্রম সভাপতি মো: ফরহাদ আলী, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র’র সহ সভাপতি নাজমুল চৌধুরী, সিটি আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার সভাপতি মাহাতাব উদ্দিন টিপু।
বিষেশ অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দিন আলাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক সোহেল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা যুক্তরাষ্ট্র ‘র সভাপতি কামরুল হাসান কাজল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ তারুণ্যের দীপ্ত জয়গানের সংগঠন। যুব মেধা লালন, ধারণ এবং এর বিকাশই যুবলীগের অন্যতম লক্ষ্য ছিল এবং আছে। ডিজিটাল বাংলাদেশ আমাদের উপহার দিতেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার বিকল্প নেই।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাংলাদেশ অনেকটা এগিয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এ পরিক্রমা এখন আন্তর্জাতিক অঙ্গনে রোল মডেলে পরিণত হয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঊর্মি আতহার, কাবেরী রহমান, নাহিদ হাসান রুবেল এবং ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিবের মনমোগ্ধকর সংগীত ও নৈশভোজ দিয়ে অনুষ্ঠানের যবনিকাপাত করা হয়।