সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লস এন্জেলেস সিটি আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া গত ১১ নভেম্বর ২০১৮ রবিবার সন্ধ্যায় নর্থ হলিউডের বলিউড ইন্ডিয়ান রেস্টুরেন্টের অডিটোরিয়মে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

লস এন্জেলেস সিটি আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সভাপতি তৌফিক ছোলাইমান তুহিন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জহির আহম্মেদ পান্না, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল বেলাল, ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা লীগ ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা বানু, ক্যালিফোর্নিয়া আওয়ামী সেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি এলিজা হোসেন, ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ সহ সভাপতি নূরে আলম সিদ্দিকী, ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ সাংগঠনিক সম্পাদক শ্যামল মজুমদার, বীর মুক্তিযাদ্ধা মিয়া আবদুর রব ।
প্রধান অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ সভাপতি সুবর্ন নন্দী তাপস প্রমুখ।

লস এন্জেলেস সিটি আওয়ামী যুবলীগ সভাপতি আলমগীর হোসেন সমাপনী বক্তব্যে বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অবিস্মরনীয় ঐতিহাসিক বিজয়ে যুবলীগের সংগ্রামী ভূমিকার কথা আপনারা সবাই জানেন। এছাড়া যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান প্রজন্মের আশা-আকাংখা বাস্তবায়ন উপযোগী একটি আধুনিক রাষ্ট্র বিনির্মানে আমরা অঙ্গীকারাবদ্ধ ।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কা ভোট দিন, নৌকা স্বাধীনতা সপক্ষের মার্কা। নৌকা উন্নয়নের মার্কা। তাই নৌকার পক্ষে দেশে বিদেশে ঐক্যবদ্য হতে হবে।