সৈয়দ এম. হোসেন বাবু, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লস অ্যাঞ্জেলেসে বর্ণিল আয়োজনে বহুল প্রত্যাশিত বাংলাদেশ এসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলস বালা’র উল্লাস অংশ নিয়েছে ক্যালিফোর্নিয়া বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অসংখ্য বাঙালি। আমেরিকার অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউড সায়েন্টোলজি অডিটোরিয়ামে এ যেনো একটি বাংলাদেশীদের মিলনমেলা হয়ে উঠেছিল। উল্লাস অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বাংলাদেশ এর জনপ্রিয় সংগীত শিল্পী ও চিত্রনায়ক এসডি রুবেল।
এসডি রুবেল বাংলা সংগীতের সুরের মূর্ছনায় রাত ৯টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত উপস্থিত দর্শকদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন হাফিজুর রহমান এপোল, শিল্পী রহমান, আদনান খান, কাবেরী রহমান, আর্জিন কামান এবং নৃত্য পরিবেশন করেন- লোপা মন্ডল, লুনা ভৌমিক সুর ও নৃত্যে মাঝে লস অ্যাঞ্জেলস প্রবাসী বাংলাদেশীর উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইশান, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএ্যাঞ্জেলস (বাফলা) এর সাবেক সভাপতি শিপার চৌধুরী, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলস (বাফলা) এর সাবেক সভাপতি মো: শামসুদ্দিন মানিক, বর্তমান সভাপতি শাওন জিয়া, গ্রীষ্ম বরণ এর সভাপতি রফিকুল রহমান রাজু, টিয়া হাবিব, ভাষা সৈনিক ডা. মোহাম্মদ সিরাজুল্লাহ। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলস বালার সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, সাধারণ সম্পাদক আদনান খান, নির্বাচিত সভাপতি সুলতান শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামল, অর্থ সচিব মো: লতিফুর রহমান খান, যোগাযোগ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কাবেরী রহমান, মো: আরিফুল ইসলাম নিরব, মো: তৌহিদুল ইসলাম টোটন, রকি, ডা. মোহাম্মদ সিরাজউল্লাহ প্রমুখ।
সংগীত শিল্পী ও চিত্রনায়ক এসডি রুবেল এর ব্যতিক্রমী অবদান এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির জন্য একজন অসামান্য গায়কের প্রশংসা এবং স্বীকৃতিতে আজীবন সম্মাননা ২০২৪ প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলস বালা। কন্ঠশিল্পী, চিত্রনায়ক, পরিচালক, উপন্যাসিক এস ডি রুবেল জন্ম ১৮ই অক্টোবর বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চাঁদপুর জেলার। শৈশব কৈশোর ও তারুণ্য কেটেছে চাঁদপুর। চাঁদপুর হাসান আলী সরকারী উঁচ্চবিদ্যালয় এবং চাঁদপুর সরকারী কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন এবং ঢাকা কলেজ থেকে রসায়ন এ বিএসসি ও এমএসসি পাশ করেন। সংগীত শিল্পী হিসাবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী এবং চাঁদপুর জেলা সংগীত নিকেতন থেকে যথাক্রমে ২ ও ৫ বছর ক্লাসিক্যাল ও বহুমুখি সংগীতের উপর প্রাতিষ্ঠানিক তালিম গ্রহণ করেন। পরে ঢাকা ছায়ানট সংগীত বিদ্যালয় থেকে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীত এর ৫ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। ১০০টি বাংলা চলচিত্র প্লেব্যাক সিঙ্গার কণ্ঠ দিয়েছেন, ২টি বাংলা চলচিত্রে সংগীত পরিচালক হিসাবে কাজ করে প্রচুর সুনাম অর্জন করেছেন। ১৪০০ টি মৌলিক গান গেয়েছেন। তাছাড়া চলচিত্র, টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও তে অভিনয় এবং পরিচালনার পাশাপশি প্রযোজনা করছেন। এসডি রুবেল জাতীয় রাজস্ব বোর্ড থেকে ছয় বার বাংলাদেশ সংগীত শিল্পী সিআইপি মর্যাদায় সম্মান অর্জন করেছেন। ১৯৯৯ এবং ২০০৫ সালে বাংলাদেশ ফিল্ম জার্নালিস্ট (বাচসাস) থেকে শ্রেষ্ঠ সংগীত শিল্পী অ্যাওয়ার্ড লাভ করেন।